Thursday, July 14, 2011

ভালো লাগে বৃষ্টি

 বৃষ্টিতে ভিজেই সকালে জবে যেতে হলো। আসলে বৃষ্টির পোঁটা ঘায়ে পড়তেই মনে পড়ে গেলো সেই শৈশবের উন্মাদ উদ্দীপনার কথা। আহারে কত দিন বৃষ্টিতে ভিজিনি...!!! মনে পড়ে গেলো আমাদের সেই পিচ্ছিল উঠোনটার কথা... বৃষ্টির দিনে আমি প্রায়ই ঐখানে লাফা লাফি ঝাফা ঝাফি করতাম...!! জাম্বুরা দিয়ে ফুটবল খেলতে গিয়ে কত না ব্যাথা পেয়েছিলাম...!! আহা আজ যদি একটু ভিজতে পারতাম...!!!


সপ্নটাযে এতো তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে, তা বোধহয় আমি কল্পনায় ও ভাবতে পারতাম না !!!
 বুকে ব্যাথার দোহাই দিয়ে জব থেকে ৩ ঘণ্টা আগেই চলে এলাম। বৃষ্টির ভিতরেই আমার আদরের বউ রুমাকে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে রওয়ানা দিলাম।।
ডাক্তারের চেম্বারে কয়েক মিনিট। তারপর...!!!
তারপরতো বাসায় ফিরতে হবে...!! ডাক্তারের ও খান থেকে যেইনা বের হলাম, আহা, অনোন্যপার হয়েই বোধহয় বৃষ্টি ফোঁটা মাথায় নিতে হল...!! এক মিনিতেই এই পরদেশী বিপদজনক বৃষ্টিকে ভালো বেসে ফেললাম...!!! আহা...!!! কি ভালো লাগা...!!!
রুমা আর আমি...আর বৃষ্টি...!!!
মনে হলো যেন ফিরে ফেলাম আমাদের সেই পিচ্ছিল উঠোনটাকে...!!!
আয় বৃষ্টি ঝেফে, ধান দিব মেফে...!!!

2 comments:

  1. valo laglo?Tomar lekhar man osadharon.

    ReplyDelete
  2. Thanks a lot...!! আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো...!!

    ReplyDelete