Sunday, February 5, 2012

WALT DISNEY এবং আমার ইন্টার্ন

অনেক দিন হল ব্লগে আমার পদচারনা নেই...!! নিজের ব্লগ যেন নিজেরই কোন খবর নাই...তবে হয়ত এবার কিছু সময় পাব, আমাদের ব্লগ হয়ত আবারো কিছু প্রাণ ফিরে পাবে...কি লিখব...? কি আছে মনে ? 
-- আসলে মনে অনেক কিছুই আছে, আমার পরবাসে-পরবাস জীবন...আমি এখানে ফ্লোরি্ডায়... আমাদের রুমু ডেনমার্কে...আব্বা আম্মা বাংলাদেশে...সময়ের হিসাবটাও খেয়াল রাখতে হয়...GMT -6, +1, -6....আহা কত হিসাব...!!!


এখানে আজ নিয়ে ছয় দিন হল...এখানে মানে WALT DISNEY -তে আমার INTERNSHIP এর জন্য...এত বড় একটা কোম্পানিতে আসতে পারব, কখনো চিন্তা ও করিনি...
আগামী সাপ্তাহে আবার UNIVERSAL STUDIOতে, তারপরের সপ্তাহে SEA WORLDএ ও যাব। বেক স্টেজে এই কোম্পানিগুলো কিভাবে কাজ করে, কিভাবে তারা অসাধারন IMAGINARY প্রজেক্ট গুলোকে বাস্তবে রুপ দিচ্ছে তা দেখার জন্যই আমাদের সেখানে নিয়ে যাওয়া হবে...আল্লাহ্‌র কাছে হাজার শুকরিয়া যে আমি অন্তত এই দিকটা থেকে কিছু শিখতে পারবো...


DISNEY তে আসার ব্যাপারটা কেমন যেন হঠাৎ করেই হয়ে গেল। ছোট বেলার সেই মিকি মাউস যে আজ আমার জীবনের অংশ হয়ে উঠবে তা কখনই ভাবিনি। 
Pirates of the Caribbean, High school musical, Cinderella, Up, Toy story, Finding Nemo, Cars, Tangled, A bugs life...মুভি গুলো দেখেই আসলে Disneyর প্রতি আমার অন্যরকম ভালো লাগার জন্ম...ভাবতে ভালোই লাগে, আজ আমি এইখানে ওদেরই interen...!!!






Disney ম্যাজিক কিংডম, হলিউড স্টুডিও, এনিমেল কিংডম, EPCOT, ESPN Wide World of Sports, All star Resorts ইত্যাদি নিয়েই DisneyLand.
আশা করি এই সব রিসোর্ট নিয়ে কিছু দিনের মধ্যে আমার
অভিজ্ঞতা গুলো শেয়ার করতে পারব।
ফ্লোরিডার আবহাওয়াটা বেশ চমৎকার,অনেকটাই বাংলাদেশের মত...মায়ামি বীচ ও বেশ একটা দূরে নয়...
৬ মাস সময়টা আশা করি অনেক ভালো যাবে...!!


আসতে পেরে আমি একদিকে যতটুকু খুশি, তার চেয়ে হয়ত অনেক বেশি মন খারাফ...আর তার সম্পূর্ণটাই আমাদের রুমুর জন্য... ওকে অনেক মিস করছি...সে যে আমার সমস্ত উৎসাহের মূল...!!!


জিয়া
Orlando, Florida, USA.
ফেব্রুয়ারী ৪, ২০১২.

1 comments:

  1. zia tomi to kobi hoye gecho....
    Khub sundor vabe nijer mone vab tole dorecho.Lekha pode khub valo laglo!
    Somoy pale call diyo

    ReplyDelete