Friday, July 22, 2011

আসুন পরটা বানান শিখি/ রুমার পরটা অভিযান

এতো প্যাঁচাল না পেরে চলুন আমরা ছবিতে ছবিতে পরটা বানানো শিখি
প্রথমে আটা/ ময়দা/ মাঠের ধুলা কিংবা পাউডার কে এই ভাবে গোল্লা করে নিন। গোল্লা করতে পরিমান মত গরম/ ঠাণ্ডা কিংবা বৃষ্টির পানি মিশিয়ে নিন।এই ভাবে গোল্ল না করতে পারলে নিচের ছবি আর দেখার দরকার নাই। আর পারলে নিচে তাকান
 এই বার কিছু আতিরিক্ত পাউডার এই রকম একটা বাটিতে নিয়ে রাখুন। এই রকম প্লাস্টিকের বাটি না পেলে আপনার পোস্ট বক্স থেকে কিছু ফ্রি রিক্লেমা নিয়ে আসুন। আর তা দিয়ে কাগজের ঠোঙ্গা বানিয়ে নিন।
 এই বার এই ভাবে গোল্লা গুলকে একটা একটা করে বাঁশ ডলা দিন। না পারলে আমাদের শ্রদেয় জয়নাল হাজারিকে খবর দিন। উনি আবার বাঁশ ডলায় উস্তাদ...!!!
 এইবার এইভাবে লম্বা করে দডির মত করে টানতে থাকুন।
 তারপর এইভাবে করুন
 আবার গোল করুন
 রুমাকে ফলো করুন
 দেখুন কি সুন্দর গোল্লা। এই গূলোকে আবার পরটা মনে করে খেয়ে ফেলবেন না। এখনো অনেক কাজ বাকি। নিচে তাকান
এইবার রুমার জন্য ১মিনিট বসে দোয়া করুন। আপনাদের জন্য ও কি কঠিন কষ্টটা নাই করছে...
 এই ফাকে আমাদের কিচেনটা একটু দেখে নিন
এই বার বেলুন। আরে না বেলুন উড়ানোর কথা বলছি না। বলছি, বেলুন দিয়ে এইভাবে করে আবার ডলুন। না পারলে আবারো আবার হাজারী ভাইকে...।
 এই হাত টা আমার... দেখুন কি কিপ্টুস ভাবে তেল দিচ্ছি...আপানার তেল না থাকলে আমার বন্দু তানভির কে খবর দিন। উনি আবার মানুষ কে বিনা পয়সায় তেল দিতে পছন্দ করেন...!!!
 এই ভাবে নিজের হাত দিয়ে ধরুন
 হাল্কা করে গুরান। পরটা না গুরলে আপনি একটু গুরে নিন...
 এইবার চাপার পালা। চাপতে থাকুন...
 দেখুন কি সুন্দর পরটা...!!!
 আবারো চাপা চাপি


 এই ফাকে কয়েক মন মাংশ ফ্রাই করে নিন। ফরটা দিয়ে খেতে ভালো লাগবে




 না রুই মাছে মাথা টা আপনার জন্য নয়। এইটা আমার লাঞ্ছের আইটেম
খাবারের আয়োজন


রুমা নিজের হাতে বাটিতে মাংস নিচ্ছে
 খাওয়া শুরু...
 এই ফাকে আমরা আমাদের জানালা দিয়ে বাগান টা একটু দেখে নিই
আহা ! কি সুন্দর বাগান
আরে এ কি !!! রুমা তো সব খেয়ে ফেলছে...
 আহা ! সব বুঝি শেষ হয়ে গেল...!!
যাই, আমার আর শিখানর কাম নাই। খেয়ে আসি...!!! বাই ভাই!!!

Monday, July 18, 2011

ল্যাপটপ কে আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করুন মাত্র ১০/১৫ টাকায়

আমাদের রুমুর পিসিটা Apple-Mac, আর আমারটা জাস্ট HP. মাঝে মাঝে রুমুর ভাব দেখে মনে হয় নিজের HP টাকে Apple বানিয়ে দিই। 

আজ খুব কম খরচে ল্যাপটপ কে আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করার একটা আইডিয়া পেয়ে গেলাম...
ভালো লাগলে আপনার পিসিটাকেও Mac বানিয়ে ফেলুন...!!

mac ল্যাপটপ কে আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করুন মাত্র ১০/১৫ টাকায়
আপনার ল্যাপটপকে ( ইচ্চা করলে ডেক্সটপকেও ) আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করতে পারেন  মাত্র ১০/১৫ টাকায় । নিচের Step গুলা অনুসরন করলেই হবে


১. বাজার থেকে ১০/১৫ টাকায় (কমেও পাওয়া যায় ) একটা আপেন কিন্না আনেন । চেন্ট্রাল st. এ এরাবিক দোকান গুলোতে ১ ক্রোনারে ১টা আপেল পাবেন...!!!
২. এক কোনায় একটা কামড় দিয়া খাইয়া ফালান । 
( পুরাডা খাইয়েন না আবার )।
 না পারলে আমাদের বাসায় আসেন। আমার ভাগ্নে সুমাইয়া এই কামড়ানির কাজে ওস্তাদ (নিচে দেখুন !)
৩. কিছু একটা দিয়া এইডা ল্যাপটপের পিছনে দেন লাগাইয়া , 
গেল কনভার্ট হইয়া ।

আমার চেয়ার টেবিল বই পত্র সব আ্যাপেল বানায় ফালামু ভাবতাছি emot slices 03 ল্যাপটপ কে আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করুন মাত্র ১০/১৫ টাকায় emot slices 25 ল্যাপটপ কে আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করুন মাত্র ১০/১৫ টাকায়


সুমাইয়া আপেল না পেয়ে টমেটো দিয়া আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করার চেস্টা করছে...!!!

Thursday, July 14, 2011

ভালো লাগে বৃষ্টি

 বৃষ্টিতে ভিজেই সকালে জবে যেতে হলো। আসলে বৃষ্টির পোঁটা ঘায়ে পড়তেই মনে পড়ে গেলো সেই শৈশবের উন্মাদ উদ্দীপনার কথা। আহারে কত দিন বৃষ্টিতে ভিজিনি...!!! মনে পড়ে গেলো আমাদের সেই পিচ্ছিল উঠোনটার কথা... বৃষ্টির দিনে আমি প্রায়ই ঐখানে লাফা লাফি ঝাফা ঝাফি করতাম...!! জাম্বুরা দিয়ে ফুটবল খেলতে গিয়ে কত না ব্যাথা পেয়েছিলাম...!! আহা আজ যদি একটু ভিজতে পারতাম...!!!


সপ্নটাযে এতো তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে, তা বোধহয় আমি কল্পনায় ও ভাবতে পারতাম না !!!
 বুকে ব্যাথার দোহাই দিয়ে জব থেকে ৩ ঘণ্টা আগেই চলে এলাম। বৃষ্টির ভিতরেই আমার আদরের বউ রুমাকে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে রওয়ানা দিলাম।।
ডাক্তারের চেম্বারে কয়েক মিনিট। তারপর...!!!
তারপরতো বাসায় ফিরতে হবে...!! ডাক্তারের ও খান থেকে যেইনা বের হলাম, আহা, অনোন্যপার হয়েই বোধহয় বৃষ্টি ফোঁটা মাথায় নিতে হল...!! এক মিনিতেই এই পরদেশী বিপদজনক বৃষ্টিকে ভালো বেসে ফেললাম...!!! আহা...!!! কি ভালো লাগা...!!!
রুমা আর আমি...আর বৃষ্টি...!!!
মনে হলো যেন ফিরে ফেলাম আমাদের সেই পিচ্ছিল উঠোনটাকে...!!!
আয় বৃষ্টি ঝেফে, ধান দিব মেফে...!!!

Wednesday, July 13, 2011

আমাদের যাত্রা- ব্লগিং মানে আনন্দ

হুররে...!!! আনন্দের সাথে আমাদের যাত্রা...!!! শুরু করলাম ব্লগিং...!!! আমাদের যাবতীয় হাসি কান্না, সুখ দুঃখ, আমাদের আনন্দ, আমাদের ভালবাসা, সব কিছু নিয়ে সাজাবো আমাদের আঙ্গিনা...
তো হয়ে যাক চার ছক্কার মার...!!!