Wednesday, March 7, 2012


হিজল বনে পালিয়ে গেছে পাখি 

হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয়না সাড়া নীরব গহীন বন
বাতাসে তার ব্যথার গুঞ্জরণ ।।

কোথাও সাগর আকাশ মুখোমুখি
কিংবা পাতা ফুলের লুকোলুকি
কারো ঝরার নীবির নিমন্ত্রন
যেমন দিবস রাতের আলিঙ্গন ।।

বিচিত্র এ অনন্ত সংসার
সবাই শুধু ছুটছে দুর্ণিবার
পাখির পাখায় সময় সন্দীপন
হৃদয় বুঝি তাই করে ক্রন্দন ...।।


----------------কবি  ঃ গোলাম মোহাম্মদ

রুমার হিজল পাতার আলোচনায় কবিতাটা মনে পড়ল...!!!
অনেক চমৎকার, তাই না ?